আল্লাহর অলৌকিক রহমত পাইবার দোয়া

এই দোয়াটি এমন একটি দোয়া, যে দোয়া পাঠ করলে আল্লাহর রহমতে প্রকৃতি আপনার অনুকূলে থাকে এবং আল্লাহর অলৌকিক শক্তি সব সময় আপনার পাশে থাকবে। আপনি যদি মনে বিশ্বাস রেখে এই দোয়াটি নিচের নিয়ম অনুসরণ করে পাঠ করেন, তাহলে অবশ্যই আপনার উপর আল্লাহর রহমত আসবে।

"হুয়ার রাহমানুর রাহমী"

যে ব্যক্তি এই দোয়া রোজ ১০০ বার পাঠ করিবে, নিখিল ধরণীর সহানুভূতি তাহার উপরে বর্ষিত হইতে থাকিবে। জ্বিন, পরী আর আল্লাহর যত প্রকার সৃষ্টজীব আছে, তাহারা করুণা প্রকাশে ভালবাসিবে। জ্যোতির্ময় ফেরেশতাগণও তাহাকে দয়া প্রদর্শন করিবে এবং শত্রু দমন হইবে, আর কামনা পূর্ণ হইবে। অবশ্যই নিজেকে পাক-পবিত্র রাখবেন।
Previous Next
No Comments
Add Comment
comment url