শিং মাছের বিষনাশক মন্ত্র

শিং মাছের বিষ ঝাড়ন বা ব্যথানাশক মন্ত্র প্রয়োগ:

শিং মাছের বিষ নাশক মন্ত্র

যারা মাছ ধরেন বা মাছ ধরার কাজে নিয়োজিত। তারা অনেক সময় মাছ ধরতে গিয়ে বিষাক্ত মাছের দ্বারা আক্রান্ত হয়। যেমন শিং মাছ, টেংরা মাছ ইত্যাদি।  গ্রাম অঞ্চলে অনেক মানুষ রয়েছেন যারা দলবদ্ধভাবে মৎস্য শিকার করে থাকেন। অনেক সময় আমরা দেখি কেউ মাছের দ্বারা আঘাত পেলে, বিশেষ করে শিং মাছ দ্বারা আক্রান্ত হলে হাত বা আক্রান্ত স্থান ব্যথায় ও ফুলে যায়। তখন ওই ব্যক্তি ওঝার কাছে ছুটে যান। ওঝা শিং মাছের ব্যাথা নাশক মন্ত্র বলেন এবং ফু দেন আক্রান্ত স্থানে। প্রিয় পাঠক, এই পোস্টে আমরা শিং মাছের ব্যাথা নাশক মন্ত্র চর্চা করব। গণক্কার তার সকল পাঠক এবং শিক্ষার্থীদের এই মন্ত্র প্রয়োগ এর অনুমতি প্রদান করল।

মন্ত্র:
ওরে সিঙ্গী তুই জলেতে থাকিস
আর খাপুরা কাটিস।
যদি বা কোন জন ধরে রে তােরে
কাটা মারিস তাহার দেহের উপরে।
যদি সে যন্ত্রণায় ছটফট করে
নরসিংহ গুরু আসি তাহাকে যে ঝাড়ে।
পেয়েছে গুরুর মন্ত্র নরসিংহ কাছে
আমিও শিখেছি তার কাছে যে পিছে।
সেই মন্ত্র পড়ে আমি অমুকেরে ঝাড়ি
হেঁটে যা বিষ যেন না যাস উপরি।
নাই বিষ অমুকের অঙ্গে আর নাই।।
কার আজ্ঞে?
মা মনসার আজ্ঞে।
কার জাজ্ঞে?
বিষহরি রাইয়ের আজ্ঞে ।।

উক্ত মন্ত্র তিনবার পড়ে সিঙ্গীমাছের কাটা মারার স্থানে তিনটি ফুঁ দিলে, যন্ত্রণার উপশম হয়। মন্ত্রে অমুকের স্থলে রােগীর নাম বলতে হবে। 

Previous Next
No Comments
Add Comment
comment url