ব্যবসা বৃদ্ধি করার তান্ত্রিক উপায়
অনেক সময় ব্যবসা-বাণিজ্য বেশ চলতে চলতে হঠাৎ মন্দা হয়ে পরে। আবার অনেক সময় ব্যবসা উঠে যাবার উপক্রম হয়। এই অবস্থা দেখা দিলে বিধি অনুসারে নিম্নলিখিত যন্ত্র প্রয়ােগ করলে ব্যবসা বাণিজ্যের সর্ব বাধা দূর হয়। ব্যবসা বৃদ্ধি করার তান্ত্রিক উপায়—প্রথম বিধান হলাে— দীপান্বিতার দিন। অর্ধরাত্রিতে সিন্দুর ও হিঙ্গুল দ্বারা দোকানের বাইরে ভূর্জপত্র বা কাগজে লিখে দিলে ব্যবসা বৃদ্ধি পায়।
দ্বিতীয় বিধান হলাে— উপরােক্ত যন্ত্রটি ভূর্জপত্র অথবা কাগজের উপর পঞ্চগন্ধ দ্বারা লিখে নিতে হবে। পঞ্চগন্ধ হলাে—
(১) কেশর
(২) কস্তুরী
(৩) কপূর
(৪) গােরোচনা
(৫) চন্দন
একটি বিশুদ্ধ পাত্রে পঞ্চগন্ধ মিশ্রণ করে চামেলী গাছের কলম দ্বারা লিখবে। যদি দীপান্বিতার পূর্বেই আবশ্যক হয়, তাহলে অমাবস্যার অর্ধরাত্রিতে লিখলেও চলবে। যন্ত্রটি যার জন্য লিখবে, সেই সময় অথবা প্রাতঃকালে তাকে দেবে। যন্ত্রটি দোকানে রেখে রােজ ধূপ দিতে হবে ও নমস্কার করে ইষ্টদেবকে স্মরণ করবে। তার ফলে ব্যবসা বৃদ্ধি পাবে।