পকেট ভর্তি রাখার উপায়
প্রায় লােক নিজের পকেটের সমস্ত অর্থ ব্যয় করে থাকে। শেষে অর্থের জন্য অত্যন্ত কষ্ট পায়। প্রয়ােজনীয় দ্রব্য ক্রয় করার জন্য অর্থব্যয় হলে তাতে দুঃখ থাকে না, কিন্তু। অপব্যয় হয়ে পকেট খালি হলে আপসােসের আর শেষ থাকে না। এই অবস্থা থেকে বাচার জন্য তন্ত্রে একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এখানে কোন মন্ত্রের প্রয়োগ হয়নি শুধু তন্ত্রের মাধ্যমেই এটির সমাধান করা হয়েছে। আপনি যদি তন্ত্র বা প্রক্রিয়াটি বিধি মোতাবেক মেনে কাজ করেন তাহলে অবশ্যই সুফল পাবেন।
তন্ত্রের নিয়ম বিধি— রবিবারে পুষ্যানক্ষত্র হলে, সেদিন একটি কাক ধরে তার ডান পায়ের একটি নখ উপড়ে নিয়ে কাকটিকে ছেড়ে দিতে হবে। তারপর ঐ নলটিকে একটি রূপাের তাবিজে ভরে পকেটে রেখে দিতে হবে। এই প্রক্রিয়ায় যতক্ষণ তাবিজ পকেটে থাকবে, ততক্ষণ জুয়া, লটারী প্রভৃতি নানাদিক থেকে অর্থ আসতে থাকবে এবং পকেটও ভর্তি থাকবে।