মনের ইচ্ছা পুরণ করার পদ্ধতি

যেদিন রবিবারে পুষ্যানক্ষত্র পড়বে, সেইদিন শ্বেত আকন্দের মূল তুলে আনতে হবে। মুলটি যেন কিছু মােটা হয়। মুল তােলার সময় নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে ; উত্তর দিকের মূল দ্বারা বশীকরণ কার্য হয়, অর্থ প্রাপ্তি হয় ও লক্ষ্মীদেবীর সাধনা হয়। পূর্বদিকের মূল দ্বারা মান-সম্মান বৃদ্ধি, রাজ কৃপা, উন্নতি, সাফল্য প্রভৃতি প্রাপ্ত হওয়া যায়। দক্ষিণ দিকের মূল প্রয়ােগে রােগ, শােক দূর হয় ও শত্রু বিনাশ হয়। পশ্চিম দিকের মূল প্রয়ােগে সমস্ত বিপক্ষীয়দের ক্ষতি হয়। এবার যে কাজের জন্য মূল ভােলা হয়েছে, সেইদিকের মূল দ্বারা একটি গণেশ মূর্তি তৈরী করবে। অথবা ছবির ফ্রেম করবে। প্রতিমা তৈরী করার পর প্রতিমাকে বিধিবৎ পূজা করবে। এই প্রতিমা অঙ্গুষ্ঠ প্রমাণ হবে তার বেশী বড় হলে চলবে না। পূজার সময় লাল করবী ফুল গণেশকে অর্পণ করবে। এক মাস যাবৎ এইভাবে পূজা করতে হবে। এই সময় হবিষ্যান্ন ভােজন ও ব্রহ্মচর্য পালন করতে হবে।

পূজা মন্ত্র
“ওঁ গাং গণেশায় নমঃ।
ওঁ পঞ্চাতবাং ওঁ অন্তরিক্ষায় স্বাহা।”

এই মন্ত্র বলে পূজা করবে। এরপর শুদ্ধ গব্যঘৃত ও লাল করবী পুষ্প দ্বারা উক্ত মন্ত্রে হােম করবে। এর সঙ্গে মধু মিশিয়ে নিতে হবে। এবার পূজার লাল করবী পুষ্পগুলি নিম্ন মন্ত্র বলতে বলতে নদীতে ভাসিয়ে দেবে। এবং এই মন্ত্র ১০০৮ (এক হাজার আট) বার জপ করবে।

জপ মন্ত্র“ওঁ হ্রীং শ্রীং মানসে সিদ্ধিকরি হ্রীং নমঃ।”

বিধি মেনে পুজা ও মন্ত্র জপ করলে এই প্রক্রিয়ার দ্বারা সাধকের সর্ব ইচ্ছা পূর্ণ হয়। 

Previous Next
No Comments
Add Comment
comment url