মামলা মােকদ্দমা প্রভৃতিতে জয় প্রদানকারী যন্ত্র
মামলা মােকদ্দমা প্রভৃতিতে জয় প্রদানকারী যন্ত্র
উক্ত যন্ত্রটির নাম জয় পতাকা যন্ত্র। নাম দেখেই বােঝা যায় এর প্রভাব কতখানি। এই যন্ত্রটি যদি কোনও কাজে বিজয় লাভের জন্য লিখতে হলে ভূর্জপত্রে যক্ষ কর্দম দ্বারা যন্ত্রটি লিখতে হবে। লেখা শেষ হলে, যার জন্য যন্ত্র লেখা হয়েছে, তার নাম এবং কি কাজের জন্য লেখা হলাে, সেই কাজের নাম সংক্ষেপে যন্ত্রের নীচে লিখে দিতে হবে। যন্ত্র তৈরী হবার পর একটি চৌকির ওপর স্থাপন করে অষ্টদ্রব্য দ্বারা পূজা করে যথাশক্তি ভেট দিয়ে যন্ত্রটি কাছে রাখলে মামলা-মােকদ্দমা প্রভৃতি সব কাজে জয় লাভ করা যায়।