পুরো পরিবারকে বশীকরণ করার ছোট্ট একটি মন্ত্র
অনেক সময় দেখা যায় আপনি কাউকে ভালোবাসেন এবং সেও আপনাকে ভালবাসে। কিন্তু এই ভালোবাসার কথাটা তার পরিবার জেনে গেছে। এখন সমস্যা হলো, আপনার প্রিয় মানুষের পরিবার আপনাকে মেনে নিচ্ছে না। এমনকি আপনাদের এই সম্পর্ক ভেঙ্গে ফেলার জন্য তারা লেগে পড়েছে। যারা এই সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন বা এমন পরিস্থিতির শিকার হয়েছেন। তারা এই পরিবার বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করতে পারেন। মন্ত্রটা হলো:
ওঁ মাহেশ্বর্য্যৈ নমঃ
এই বশীকরণ মন্ত্র এতটা শক্তিশালী যে আপনি যদি এটি প্রয়োগে সফল হন, তাহলে আপনার মনের মানষটির পরিবারের সকল ব্যক্তিদের বশীভূত করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয়টি হলো এই মন্ত্রটি প্রয়োগে বা এই মন্ত্রটির জন্য অনেক কষ্ট করতে হয় না। এটা প্রয়োগ করা খুব সহজ এবং এর কোন খরচা নেই।
এই বশীকরণ মন্ত্রটির জন্য আপনাকে কদম্ব কাঠ লাগবে। অর্থাৎ কদম গাছের কাঠ। যে গাছের ফুলকে আমরা কদম ফুল বলি। কাঁচা কিংবা শুকনো কাঠের যে কোন একটি নিতে পারেন। কাঠ টি লম্বা চার আঙ্গুল পরিমাণ নিবেন। অর্থাৎ যে ব্যক্তি বশীকরণ করবে সেই ব্যক্তির হাতের চার আঙ্গুল পরিমাণ হতে হবে। অনেকেই বলতে পারেন, গাছের ভিতরের অংশ নিবো নাকি ডালের যে কোন অংশ নিলে চলবে? আপনি ডাল কিংবা গাছের যে কোন অংশ নিতে পারেন।
এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি বেশ গোপন কাজ। উপরে লিখিত মন্ত্রটি সেই কাঠের উপর সহস্রবার পাঠ করতে হবে। অর্থাৎ যাকে আমরা অভিমন্ত্রিত বলি। সেই কাঠের উপর সহস্রবার মন্ত্র পড়া হলে। কাঠি টি গোপনে নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত পরিবারটির গৃহের আঙ্গিনায় অথবা মূল গেটের যে কোন স্থানে পুঁতে রাখতে হবে। আর অবশ্যই এটি ষটকর্ম নিয়ম অনুযায়ী করতে হবে। এই বশীকরণ কার্যসম্পন্ন হলে সেই ব্যক্তি পরিবারে যারা বসবাস করে সবাই বশীভূত হবে।