ছোট্ট এই মন্ত্রটি দিয়ে ত্রিভুবন বশীভূত করুন
ত্রিভুবন বশীভূত করার মন্ত্র! কি অবাক হলেন? অবাক হওয়ারই কথা। প্রিয় পাঠক, এই প্রবন্ধে আমরা ত্রিভুবন বশীকরণ করার একটি শক্তিশালী মন্ত্র নিয়ে আলোচনা করব। মন্ত্রটি খুবই ছোট কিন্তু খুবই কার্যকরী। এই মন্ত্রটির মাধ্যমে আপনি যে কাউকে বশীকরণ করতে পারেন। তবে এখানে বশীকরণ করার মাধ্যমটা বেশ সহজ।
এই বশীকরণ বা বশীভূত করার জন্য আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে। জিনিস দুটি হলো: ১/ গোরচনা ২/ ইন্দীবর মূল। এই দুটি দ্রব্য একত্রে পেষণ করে আপনাকে অঞ্জন তৈরি করতে হবে। সেই অঞ্জন চোখে দিলে ওই অঞ্জনের প্রভাব সকল ব্যক্তির মধ্যেই পড়বে। ফলে যিনি আপনার দিকে দেখবেন তিনি আপনার অনুকূলে থাকবেন।
কিন্তু এর জন্য আপনাকে বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করতে হবে। এবং অবশ্যই সেটি ষটকর্ম অনুযায়ী করতে হবে। ষটকর্ম অনুসরণ ব্যতীত কোন তন্ত্র-মন্ত্রই সফল হয় না। ষটকর্ম জানতে হলে আমাদের ষটকর্ম নামক প্রবন্ধটি পড়ুন। এবার মন্ত্রটি জেনে নেয়া যাক। মন্ত্রটি হল:
ওঁ পিঙ্গলায়ে নমঃ
শাস্ত্রে বলা হয়েছে গোরোচনা এবং ইন্দীবর মূল একত্রে পেষণ করে এই মন্ত্র দ্বারা তাহাতে সহস্রবার অভিমন্ত্রিত করে, যে ব্যক্তি তার নিজের চোখে অঞ্জন প্রদান করবে। সেই কাজলের প্রভাবে ত্রিভুবন বশীভূত হবে।