প্রেমিক প্রেমিকার ছবি দিয়ে বশিকরণ করার মন্ত্র

এই বশিকরণ মন্ত্রটি প্রয়োগ করার জন্য আপনাকে প্রথমে সেই ব্যক্তির একটি ফটো প্রয়োজন হবে, যাকে আপনি বশীভূত করতে চান। তবে মনে রাখবেন, যে ছবি/ফটোটি যেন বেশি পুরানো না হয়।

আপনি যে কোনও দিন থেকে ছবি দিয়ে বশিকরণের প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে এটি শুধুমাত্র রাত ১০ টার পরে করতে হবে। প্রথমত, রাত ১০টার পর আপনাকে একটি নির্জন স্থানে বসতে হবে। যদি আপনার বাড়ি ফাঁকা থাকে, তাহলে আপনি বাড়িতে করতে পারেন। অর্থাৎ এই ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ বাধা না দেয় অথবা আপনাকে কেউ দেখতে না পায়। যে ব্যক্তিকে বশ করতে চান, তার একটি ছবি দুই হাতে ধরুন এবং ছবিটার দিকে তাকিয়ে আপনাকে নীচে দেওয়া মন্ত্রটি ৫১ বার উচ্চারণ করতে হবে। 

“ব্যং ব্যং বশীভূতস্য মমো হৃদয়ম্॥”

আপনাকে এই ক্রিয়াটি ৭ দিন ধরে ক্রমাগত করতে হবে। অষ্টম দিনের সকালে সেই ছবি লাল কাপড়ে বেঁধে প্রবাহিত জলে ফেলে দিবেন। পিছন ফিরে না তাকিয়ে বাড়ি চলে আসবেন। ৬ থেকে ৭ দিনের মধ্যে সেই ব্যক্তি নিজেই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে।

এই কাজটি করার সময় সর্বদা মনে রাখবেন, যতক্ষণ আপনি ৭ দিন ধরে এই মন্ত্রটি উচ্চারণ করছেন, ততক্ষণ আপনাকে নিরামিষ খাবার খেতে হবে না।
Previous Next
No Comments
Add Comment
comment url