মন্ত্র ছাড়াই নারী বা পুরুষ আকর্ষণের শক্তিশালী উপায়
এই প্রবন্ধে আমরা যে আকর্ষণ পদ্ধতিটি নিয়ে আলোচনা করবো, তার ব্যবহার সম্পূর্ণ তান্ত্রিক। এই পদ্ধতির আশ্চর্য বিষয় হলো; এখানে কোন মন্ত্র নেই। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। মন্ত্র ছাড়াই আকর্ষণ পদ্ধতি। এই পদ্ধতির জন্য আপনাকে সাহসী হতে হবে। কেন একটু সাহসী হতে হবে, সেটা একটু পরেই জেনে যাবেন। আর যে কথাটি বলতেই হবে তা হল ষর্টকর্ম মেনে অবশ্যই কাজ সম্পন্ন করবেন। এই মন্ত্রটি দ্বারা নারী অথবা পুরুষ দুজনকেই আকর্ষণ করা যায়।
কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ব্যবহার বিধিতে, ষটকর্ম অনুসারে ভূর্জ্জপত্রের উপর অনামিকা আঙ্গুলের রক্ত দ্বারা কাঙ্খিত নর বা নারীর নাম লিখতে হবে। তারপর যে ভূর্জ্জপত্রে নর বা নারীর নাম লিখেছেন সেই পত্রটি মধুর পাত্রের ভিতর অর্থাৎ মধুর মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এর ফলে কাংখিত নর বা নারীর মনের ভিতর আপনার প্রতি মধুর সম্পর্ক তৈরি হবে। তন্ত্রশাস্ত্রে অনেকেই দাবি করেন এটা মহাদেবের বাণী। এছাড়াও আরেকটি কথা বলা হয়েছে, এই তন্ত্রটি খুবই দুর্লভ।