শত্রুর মুখ স্তম্ভন করতে হরিদ্রা মন্ত্র
যদি আপনি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে থাকেন। শত্রু মুখ খুললেই আপনার বিপদ হতে পারে। তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য। শান্তি কর্ম বাদে ষটকর্ম এর অন্য কার্যগুলি পাপ কাজের মধ্যে পড়ে। সকল মন্ত্র ব্যবহারের আগে অবশ্যই ভেবে চিন্তে প্রয়োগ করুন।
কেউ যদি কোনও ব্যক্তির মুখ স্তম্ভন করতে চায় তাহলে একটি ত্রিকোণ আকৃতির মাটির খোলায় হরিদ্রা দ্বারা উক্ত মন্ত্র লিখে কোনও একটি বৃক্ষের কুঠরে স্থাপন করলে, ইস্পিত ব্যক্তির মুখ স্তম্ভন হয়ে থাকে। এটি ষটকর্ম নিয়ম অনুযায়ী করতে হবে।
"ওঁ অমুকস্য মুখং স্তম্ভয় স্তম্ভয় স্বাহা।"
ষটকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে উপরে দেওয়া ষটকর্ম প্রবন্ধটি পড়ুন। গুরু ব্যতীত সাধন হয় না। তাই এই সকল কাজে সিদ্ধিলাভের জন্য বা সফল হওয়ার জন্য গুরুর অনুমতি একান্ত প্রয়োজন। তাই একজন ভাল গুরু ধরুন। যে ব্যক্তি তন্ত্র মন্ত্র সম্পর্কে কিছুটা ধারণা রাখে, এরকম ব্যক্তিকে আপনি গুরু হিসেবে ধরতে পারেন।
তবে খেয়াল রাখবেন গুরুর কিছু গুণ থাকে। যেমন অনেক সাধক রয়েছেন যাঁদের চরিত্র খারাপ আবার অনেকে রয়েছেন ভাল। যার মধ্যে আপনি ভাল দিক লক্ষ্য করতে পারবেন, তাঁকে গুরু হিসেবে মানতে চান সেই কথা তাঁকে খুলে বলুন। পরিবেশ বুঝে অবশ্যই আপনি আপনার মনোভাবটি তাকে খুলে বলবেন এবং অনুমতি নেবেন।