পতি বশীকরণ যন্ত্র —আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করান
অনেকের দাম্পত্য জীবনে দেখা দেয় অশান্তি। বিবাহের পরে দেখা যায় অনেক স্বামী তার স্ত্রী কে ভালোবাসে না। এর কয়েকটি কারণ হতে পারে। যার মধ্যে একটি হলো পরকীয়া। পরকীয়ার কারণে স্বামীর কাছ থেকে স্ত্রী ভালোবাসা হারায়। স্ত্রীকে মারধর করে, ভালোভাবে কথা বলে না। দেখা দেয় নানা অশান্তি। পরকীয়ায় পড়া স্বামী নিজের স্ত্রী-সন্তানদের জন্য অর্থ ব্যয় না করে অন্য নারীর জন্য নিজের টাকা উড়িয়ে দেয়। এতে সংসারের আর্থিক অবনতি ঘটে। অনেক সময় এটি বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি এই রকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে নিচের যন্ত্র দুটির সাহায্যে আপনি উদ্ধার পেতে পারেন। যন্ত্র দুটি এতই শক্তিশালী যে স্বামী তার স্ত্রীর কাছে বশীভূত হবে এবং তার কথা মেনে চলবে।
পতি বশীকরণ যন্ত্র (১)
বিঃ দ্রঃ—যন্ত্র মধ্যে অমুকং স্থলে নিজের স্বামীর নাম লিখতে হবে।
ভূর্জপত্রে কুঙ্কুম দ্বারা যন্ত্রটি লিখে একটি নতুন সরায় রেখে তার ওপর আর একটি সরা ঢাকা দিয়ে আগুনে বসাতে হবে, যখন যন্ত্রটি জ্বলে গিয়ে ক্ষার (ছাই) হয়ে যাবে, তখন নামিয়ে ঠাণ্ডা করবে, ঠাণ্ডা হলে সেই ছাই জলে গুলে পতিকে খাওয়ালে সারা
জীবনের জন্য পতি বশীভূত হয়ে থাকবে।
পতি বশীকরণ যন্ত্র (২)
নিম্নাঙ্কিত যন্ত্রটি প্রাতঃকালে সাদা কাগজে কালাে কালি দ্বারা লিখে অথবা ভূর্জপত্রে কেশর দ্বারা লিখে ধূপ অথবা লােবানের ধুয়া দিতে হবে। পরে উক্ত যন্ত্রটি মাটিতে পুঁতে দেবে। যতদিন যন্ত্রটি মাটিতে তাে থাকবে ততদিন পর্যন্ত পতি স্ত্রীর বশীভূত থাকবে—গণক্কার।