জপ করুন মনস্কামনা সিদ্ধ মন্ত্র
মনস্কামনা পূর্ণ মন্ত্র । এই মন্ত্র প্রয়োগ এর মাধ্যমে মানুষের মনষ্কামনা সিদ্ধ হয়। সংসার জীবন সুখের করতে হলে অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া আমাদের বেঁচে থাকা খুবই কঠিন। আমাদের জীবনের লক্ষ্য একটাই কিভাবে অর্থ উপার্জন করে জীবনটাকে স্বাবলম্বী করে তোলা যায়। মনস্কামনা সিদ্ধ মন্ত্র টি তার একটি সমাধান। এটি খুবই কার্যকরী মন্ত্র। আপনি এটির ব্যবহার করে এবং বিধি-বিধান মেনে কাজ করলে অবশ্যই সুফল পাবেন
মনােস্কামনা সিদ্ধ মন্ত্র
মন্ত্র— “ওঁ আং অং স্বাহা।”
বিধি-উপরােক্ত মন্ত্র প্রতিদিন ১০০০ ( এক হাজার ) বার জপ করতে হবে। জপ করার সময় ব্রহ্মচর্য পালন এবং হরিষ্যান্ন ভােজন করতে হবে। যখন ১,২৫,০০০ ( এক লক্ষ পঁচিশ হাজার ) মন্ত্র জপ শেষ হবে, তখন জপের দশাংশ অর্থাৎ ১০,০০০ ( দশ হাজার ) ঘৃত দ্বারা হােম, হােমের দশাংশ অর্থাৎ ১০০০ ( এক হাজার ) তর্পণ, তর্পনের দশাংশ অর্থাৎ ১০০ মার্জন ও ১০ টি ব্রাহ্মণ ভােজন করাতে হবে। এই প্রক্রিয়ার দ্বারা মন্ত্র সিদ্ধ হবে। মন্ত্র সিদ্ধির পর সাধক ধন ধান্য ও ঐশ্বর্য-প্রাপ্ত হয় এবং তার সমস্ত মনােবাঞ্ছা পূর্ণ হয়।
প্রিয় পাঠক, যদি মনস্কামনা সিদ্ধ মন্ত্রটি ভালো লাগে, তাহলে মন্ত্রটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন। ধন্যবাদ।