সৌভাগ্য লাভে কুবের দেবতার মন্ত্র জপ জরুন

কুবের কে বলা হয় ধনরত্নের দেবতা। সৌভাগ্য এবং ধনরত্নের সঙ্গে যেমন লক্ষ্মীদেবী জড়িত তেমন কুবের দেবতাও জড়িত রয়েছেন। অনেক জ্যোতিষবিদ পরামর্শ দিয়ে থাকেন যাদের সংসারে অভাব-অনটন রয়েছে, তাদেরকে কুবের দেবতার আরাধনা করার পরামর্শ দেন। এই পোস্টে আমরা কুবের দেবতার সংকল্প, জপ ও পূজা বিধি নিয়ে আলোচনা করব। 

কুবের দেবতার মন্ত্র

ধনদা কুবের মন্ত্র— “যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যাধিপতয়ে ধনধান্যং সমৃদ্ধিং মে দেহি দাপয় স্বাহা।”

বিধি— উপরােক্ত মন্ত্রটি নিম্নলিখিত ভাবে সঙ্কল্প, ন্যাস, ধ্যান ও পুরশ্চরণ করে জপ করতে হয়।

সঙ্কল্প—
“অস্য বাণরামাক্ষর মন্ত্রস্য বিশ্রবা ঋষিঃ বৃহতী ছন্দঃ শিব নিধনাে বরাে দেবতা মমপরিপ্রসন্নার্থং জপে বিনিয়ােগঃ।”

করন্যাস—
“ওঁ যক্ষায় অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ।
ওঁ কুবেরায় তর্জনীভ্যাম্ নমঃ।
ওঁ বৈশ্রবণায় মধ্যমাভ্যা নমঃ।
ওঁ ধনধান্যাধিপতয়ে অনামিকাভ্যা নমঃ।
ওঁ ধনধান্য সমৃদ্ধিং মে কনিষ্ঠাভ্যাং নমঃ।
ওঁ দেহি দাপয় স্বাহা করতল করপৃষ্ঠাভ্যাং নমঃ।”

অঙ্গন্যাস—
“ওঁ যক্ষায় হৃদয়ায় নমঃ।
ওঁ কুবেরায় শিরসে স্বাহা।
ও বৈশ্রবণায় নমঃ শিখায়ৈ বষট্।
ওঁ ধনধান্যাধিপতয়ে কবচায় নমঃ হুং।
ও ধনধান্য সমৃদ্ধিং মে নেত্রত্রয়ায় নমঃ বৌষট্।
ওঁ দেহি দাপয় স্বাহা অস্ত্রায় ফট্।”

জপ—
“ধ্যানম্ সনময়াহ্য বিমান বরস্থিতং
গরুড় রত্ননিভংনিধি নায়কং।
শিবসম্যাংমুকুটাদি বিভূষিতং,
বরগদে দধতি ভজ তুন্দিলম্।।”

উপরােক্ত জপ ধ্যান মন্ত্রটি ১,০০,০০০ ( এক লক্ষ ) বার জপ, তিল ও ঘৃত দ্বারা দশাংশ হােম, অর্থাৎ ১০,০০০ ( দশ হাজার ) হােম। হােমের দশাংশ অর্থাৎ ১,০০০ ( এক হাজার ) তর্পণ। তর্পণের দশাংশ অর্থাৎ ১০০ মার্জন, মার্জনের দশাংশ অর্থাৎ ১০ টি, ব্রাহ্মণ ভােজন করাতে হবে। এই প্রক্রিয়ায় মন্ত্র সিদ্ধ হয়। তার ফলে সাধকের গৃহে ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে।

Previous Next
No Comments
Add Comment
comment url