আপদ বিপদ নাশক মন্ত্র

আমাদের জীবনে আমরা অনেক সময় নানান বিপদের সম্মুখীন হই। আপদ-বিপদ' আমাদের সঙ্গে লেগেই থাকে। কিছু বিপদ নিজেদের কারণে হয় আর কিছু বিপদের কারণ আমরা খুঁজে পাই না।অনেক সময় মনে হয় শনির দশা বুঝি কিছুই বুঝি পিছু লেগেছে। নানান মানসিক দোষ, মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া, কোন কিছু বিপদের সম্মুখীন হওয়া যেন জীবন অতিষ্ঠ করে দেয়। প্রিয় পাঠক, নিম্নের মন্ত্রটি নিয়মিত চর্চা এবং পাঠ করলে আপদ বিপদ নাশ হয়। মনের মধ্যে ফিরে আসে প্রশান্তি।

আপদ বিপদ নাশক মন্ত্র:

ওঁ হং হাং হিং হীং হং হং হেং হৈং হােং হৌং হং হঃ।
ওঁ ক্ষং ক্ষাং ক্ষিং ক্ষীং ক্ষুং ক্ষুং ক্ষেং ক্ষৈং ক্ষোং ক্ষৌং ক্ষং ক্ষঃ হঃ সং হং।

উপরােক্ত মন্ত্র প্রত্যহ সন্ধ্যায় গৃহে বসে ভক্তি সহকারে একশত আটবার জপ করলে, মন্ত্র প্রভাবে সর্বপ্রকার বিষাদোষ নষ্ট হয়, ভূত, প্রেত, পিশাচ, রাক্ষস, দুষ্ট ব্যক্তিত্ব, বাঘ, ভাল্লুক, সর্পাদি ও চোরাদির ভয় থাকে না ।

Previous Next
No Comments
Add Comment
comment url