লুকানো গুপ্তধন খুঁজে পাবার উপায়

লুকানো গুপ্তধন খুঁজে পাবার উপায়

অনেক সময় মাটির নীচে বিত্তবান মানুষরা আগেকার দিনে ধন-আর্থ লুকিয়ে রাখতে। কারণ সে সময় ব্যাঙ্কও ছিল না আর কারও ছিল না, কাজেই চোর ডাকাতের ভয়ে তারা মাটিতে গর্ত খুঁড়ে সােনা-দানা, মােহর, টাকা-পয়সা লুকিয়ে রাখতাে। ক্রমে ক্রমে সেই গুপ্তধন একেবারে মাটির নীচে চলে যেত। ওপর থেকে বােঝাও। যেত না, সেখানে মাটির নীচে কি সম্পদ লুকিয়ে আছে। সেইসব গুপ্তধন সন্ধানের উপায় তস্ত্রে বর্ণিত হয়েছে। এই মন্ত্রশক্তিতে সাধক কোথায় কি গুপ্তধন আছে জানতে  পারে। গুপ্তধন দর্শন মন্ত্র

মন্ত্র“ওঁ নমাে হংসিনী হংসগতে মা স্বাহা।”

বিধি— নিত্যকর্ম সমাপন করে শুদ্ধাসনে ও শুদ্ধবস্ত্রে উত্তর মুখে বসে উক্ত মন্ত্র ১,২৫০০০ (সওয়া লক্ষ) বার জপ করবে। জপ শেষে মালতী পুষ্প ঘৃত দ্বারা ১২,৫০০ (বারাে হাজার পাঁচশত) হােম। ১২৫০ (বারাে শত পঞ্চাশ) তর্পণ। ১২৫ অভিষেক ও ১০ জন ব্রাহ্মণ ভােজন করালে মন্ত্র সিদ্ধ হবে। মন্ত্র সিদ্ধ হবার পর সাধক কোথায় গুপ্তধন লুকানাে আছে, তা জানতে পারে।

Previous Next
No Comments
Add Comment
comment url