মন্ত্র-যন্ত্র প্রয়োগে ব্যবসায় সফলতা লাভের উপায়
মন্ত্র-যন্ত্র প্রয়োগে ব্যবসায় সফলতা লাভের উপায়:
বিধি— উপরােক্ত যন্ত্রটি দীপান্বিতা অমাবস্যার অর্ধরাত্রে অষ্টগন্ধ দিয়ে লিখতে হয়, এবং যার জন্যে লিখবে, তার নাম লিখে পাশে রাখলে সব কাজে জয় হয়। ব্যবসা করবার সময় যে গদীতে বসবে তার নীচে রাখলে ব্যবসায় লাভ হয়। যন্ত্রটি লিখে এক প্রহর পর্যন্ত যন্ত্রটিকে ধ্যান করবে। যদি সময় বেশী হাতে থাকে। তবে নির্জন স্থানে, নদীতীরে বসে যন্ত্রটি সামনে রেখে আরও এক প্রহর ইষ্ট মন্ত্র জপ করবে, তার ফলে যন্ত্র সিদ্ধ হবে। ক্রিয়া করবার সময় লােবানের ধূনা দিতে থাকবে। তারপর ব্যবসা স্থানে গদীর নীচে রাখলে ব্যবসায় বৃদ্ধি প্রাপ্ত হয়।