জ্বর হলে যা করবেন তন্ত্র মতে
সাধারণ জ্বর নিবারণ তন্ত্র উপায়। কবিরাজি চিকিৎসা।
বিধি— রবিবার দিন মাদার গাছের মূল তুলে আনবে। তাকে পরিষ্কার করে, এক টুকরা কাপড়ে বা সূতায় বেঁধে রােগীর কানে বেঁধে দেবে। তার প্রভাবে সর্বপ্রকার জ্বর নিবারণ হয়। মল তােলার নিয়ম-শনিবার দিন সন্ধ্যার সময় সাধক স্নান করে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে গিয়ে জল দ্বারা গাছকে স্নান করাবে। সঙ্গে পূজার সামগ্রী থাকবে। ধূপ-দীপ-শব্ধ-পুষ্প দেবে। তারপর করযােড়ে যে গাছের মূল ভােলা হবে, তার নাম করে বলবে— হে বৃক্ষদেবতা। কাল আমি আমার প্রয়ােগ নিমিত্ত আপনার (পাতা, শাখা, ফুল, ফল, মূল, যা দরকার তার নাম বলবে) অমুক জিনিষ প্রয়ােজন, তাই নিতে চাইছি। আমার নিমন্ত্রণ স্বীকার করুন। আপনি প্রসন্ন হয়ে গিয়ে আমার কার্য সফল করুন। এরপর যে জিনিস প্রয়ােজন, তাতে নতুন লাল, সাদা বা হলদে সূতা বেঁধে দিয়ে প্রণাম করে বাড়ি ফিরে আসবে। পরদিন প্রাতে স্নান করে শুদ্ধবস্ত্রে শান্ত মনে গিয়ে পাতা, ফল, ফুল, ডাল বা মূল নিয়ে আসবে। এটি হলাে তান্ত্রিক বিধান। এর দ্বারা বনস্পতি পূর্ণ শক্তিশালী হয়। উপরােক্ত নিয়মে প্রতিটি কাজেই মূল, পাতা, শাখা, ফুল, ফল প্রভৃতি সংগ্রহ করবে।