দুষ্ট স্বপ্ননাশক যন্ত্র

যদিও স্বপ্নের কোনও অর্থ হয় না, এটি কেবল শুভ বা অশুভের সূচনা মাত্র, তবুও এটা অবশ্য যে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের সূচনা অবশ্যই প্রাপ্ত হওয়া যায়। দুষ্ট বা অশুভ স্বপ্নের শান্তির জন্য নিম্নলিখিত যন্ত্র প্রয়ােগ করা যায়।

দুষ্ট স্বপ্ননাশক যন্ত্র

বিধি— উপরােক্ত যন্ত্রটি অষ্টগন্ধের দ্বারা ভূর্জপত্রে লিখে গুগগুলের ধুনা দিয়ে রূপার তাবিজে ভরে কণ্ঠে ধারণ করলে দুঃস্বপ্ন দেখা যাবে না। যারা স্বপ্ন দেখে ভয় পায়, ভয়ে ঘুম ভেঙ্গে যায়, তাদের পক্ষে এই যন্ত্র শুভপ্রদ।

Previous Next
No Comments
Add Comment
comment url