প্রিয় মানুষ বশীকরণের জন্য একটি অপভ্রংশ মন্ত্র

প্রিয় মানুষ বশীকরণ মন্ত্র


অচল ঘাটের নিচল পাণি।
তাঁহাতে উপজিল কালের বাঘিনী।
কালের বাঘিনী বোলোম তোরে।
অমুকীর পাঁচ প্রাণচিত্ত আনিয়া দে মোরে॥
হরিণের রক্ত মাছের পিত্ত।
তৈল করিয়া পোড়াম অমুকীর পাঁচ প্রাণচিহ্ণ॥

মানুষ দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। প্রেম-ভালোবাসা এসব যেন সময় বা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। মানুষের চাঞ্চল্যতা বা অবুঝের কারণে ভেঙে যায় সাজানো সংসার অথবা পুরনো প্রেম। কেউ হয়তো সুখে সংসার গড়ার লক্ষ্যে সমস্ত প্রেম টুকু উজার করেও প্রিয়জনের মন পায়নি। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকেন, অথবা আপনার সঙ্গে সামঞ্জস্যতা আছে এমন প্রিয় মানুষের সঙ্গে দাম্পত্যে আবদ্ধ হয়ে সারা জীবন কাটাতে চান। তাহলে এই মন্ত্রটি আপনার জন্য।

“অচল ঘাটের নিচল পাণি.....” এই অপভ্রংশ মন্ত্র স্ত্রীদিগের বশীকারক, এই মন্ত্র ধারণ মাত্রে শক্তি সাধন হইয়া থাকে। এই মন্ত্র তিনবার পাঠ করিয়া জল অভিমন্ত্রিত করিয়া সেই জল পান করিলে, নারীগণ সর্বস্ব পরিত্যাগ করিয়া সেই পুরুষের সঙ্গিনী হইয়া থাকে।

ষটকর্ম অনুযায়ী শুক্রবার অথবা বরিবারে পড়েছে এমন কোন নবমী, দশমী, একাদশী ও অমাবস্যা তিথিতে সূর্য উদয়ের পর সকাল ১০টার আগে এই কার্য সম্পন্ন করলে উত্তম ফল লাভ হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url