ফুল দিয়ে বশীকরণের দ্বিতীয় মন্ত্র

এটি ফুল দিয়ে বশিকরণের দ্বিতীয় মন্ত্র। এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য একটি ফুলের প্রয়োজন হয়। ফুল টাটকা থাকতে হবে। প্রথমে ঘুম থেকে উঠে গোসল করতে হবে। তারপর পরিষ্কার পোশাক পরতে হবে। তারপর পূর্ব দিকে মুখ করে বসতে হবে। আসনটি স্বস্তিকাসন হতে হবে। অন্যথায় আপনি পূর্ব দিকে মুখ করে দাড়িয়েও ফুলের উপর মন্ত্রটি প্রয়োগ করতে পারেন।

নবমী, দশমী, একাদশী, ও অমাবস্যা তিথিতে এই মন্ত্র প্রয়োগ করতে হয়। এই সকল তিথিতে মন্ত্র খুবই কার্যকরী ভূমিকা রাখে। 


বশীকরণ মন্ত্র

“ওঁ চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মোহয় মোহয় সর্ব্বং মাং ত্বাং দম দম স্বাহা”

ইমং মন্ত্রং একাদশবারং জপ্ত্বা প্রপনভিমন্ত্রা যস্যৈ দীয়তে সা বশ্যা ভবতি। 

কাউকে বশীকরণের জন্য উপরিউক্ত “ওঁ চামুণ্ডে জয় জয়.....” মন্ত্রটি একাদশবার জপ করিয়া একটা পুষ্প পড়িয়া যে নারীর হস্তে দেওয়া যায়, সেই নারী নিশ্চয়ই বশীভূত হয়। অবশ্যই, সূর্য উদয়ের পর থেকে সকাল ১০টার আগেই রবিবার বা শুক্রবার এই কাজটি করতে হবে। 

Previous Next
No Comments
Add Comment
comment url