বশীকরণে রক্তচামুন্ডা মন্ত্র সমূহ —সাধন পদ্ধতি জপ ধ্যান সহ
সতর্কতা: সকল মন্ত্র-তন্ত্র ভালো কাজে ব্যবহার করুন। খারাপ কাজে মন্ত্র-তন্ত্রের ব্যবহার নিজের ক্ষতির কারণ হতে পারে। তাই ভালো গুরু ধরুন এবং তার অনুমতি নিয়ে কাজ করুন। গণক্কার কখনোই খারাপ কাজে অনুমতি দেয় না এবং এই বিষয়ে কোন দায় গ্রহণ করে না।
বশীকরণে চামুন্ডা মন্ত্র
প্রথমে পূজাপদ্ধতি বিধানে দেবীর পূজা করবে।
ধ্যান—
“ দংষ্ট্রাকোটিবিশঙ্কটা সুবদনা সান্দ্রান্ধকারে স্থিতা , খট্বাঙ্গাসি নিগূঢ় দক্ষিণকরা বামেন পাশং শিরঃ । শ্যামা পিঙ্গল মূৰ্দ্ধজা ভয়ঙ্করী শার্দুলচর্মাবৃতা , চামুণ্ডা শববাহিনী জপবিধৌ ধ্যেয়া সদা সাধকৈঃ ।।
পূজা মন্ত্র—
“ ওঁ হ্রীং চামুণ্ডায়ৈ নমঃ । ”
হোম মন্ত্র—
“ ওঁ হ্রীং চামুণ্ডায়ৈ স্বাহা। ”
জপ মন্ত্র—
“ ওঁ চামুণ্ডে জয় চামুণ্ডে মােদয় বশমানায় অমুকং স্বাহা। ”
মন্ত্ৰমধ্যে অমুকং স্থলে অভিলষিত নারী বা পুরুষের নামােল্লেখ করতে হবে । এইভাবে উক্ত মন্ত্র ১০০০০০ ( এক লক্ষ ) জপ করে , শিরীষ বৃক্ষের সমিধ ঘৃত সংযুক্ত করে ১০,০০০ ( দশ হাজার ) হােম করলে , মন্ত্র সিদ্ধ হবে এবং এই সিদ্ধ মন্ত্র প্রভাবে সাধক ইচ্ছামত বশীকরণ করতে পারবে ।
বশীকরণে চণ্ডী মন্ত্র
মন্ত্র— “ ওঁ হ্রীং চণ্ডিকে অমুকং মে বশমানয় স্বাহা । ” মন্ত্রে অমুকং স্থলে অভিলষিত স্ত্রী বা পুরুষের নাম উল্লেখ করে ১০,০০০০ ( একলক্ষ ) জপ করলে যার নামে জপ করবে , সেই বশীভূত হবে ।
বশীকরণে রক্তচামুন্ডা মন্ত্র
মন্ত্র— “ ওঁ রক্তচামুণ্ডে অমুকং মে বশমানয় স্বাহা । ওঁ হ্রীং হ্রেীং হং ফট্ । ”
উপরােক্ত মন্ত্রে যেখানে অমুকং শব্দ আছে, সেইস্থানে অভিলষিত নারী বা পুরুষের নাম উল্লেখ করে ১০,০০০ ( দশ হাজার ) জপ করলে , সেই নারী বা পুরুষ বশীভূত হবে।