বউ অর্থাৎ স্ত্রী বশীকরণের ২১টি কার্যকরী মন্ত্র | পর্ব—এক

সতর্কতা: সকল মন্ত্র-তন্ত্র ভালো কাজে ব্যবহার করুন। খারাপ কাজে মন্ত্র-তন্ত্রের ব্যবহার নিজের ক্ষতির কারণ হতে পারে। তাই ভালো গুরু ধরুন এবং তার অনুমতি নিয়ে কাজ করুন। গণক্কার কখনোই খারাপ কাজে অনুমতি দেয় না এবং এই বিষয়ে কোন দায় গ্রহণ করে না।

স্ত্রী বশীকরণ মন্ত্র ( ১ )
মন্ত্র— “ ওঁ নমাে কটবিকট ঘােররূপিণী অমুকীং মে বশমানয় স্বাহা । ”
উক্ত মন্ত্রে যেখানে ‘ অমুক ’ শব্দ আছে সেখানে যে নারীকে বশ করা হবে , তার নাম বলতে হবে । সূর্য বা চন্দ্রগ্রহণের সময় উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপ করলে সিদ্ধ হবে । মন্ত্র সিদ্ধির পর যে কোনও রবিবার দিন যখন খেতে বসবে তখন আগে উক্ত মন্ত্র ১০৮ বার জপ করে খাদ্যদ্রব্য অভিমন্ত্রিত করে নিতে হবে ও ১০৮ বার খাদ্যদ্রব্যে ফু দিতে হবে। এবার যে নারীকে বশ করতে হবে , তার নাম নিয়ে আহার করতে হবে , ভােজন করার সময় বার বার সেই স্ত্রীলােকের নাম উচ্চারণ করতে হবে মনে মনে । এই প্রক্রিয়ায় সেই স্ত্রী বশীভূত হবে ।

স্ত্রী বশীকরণ মন্ত্র ( ২ )
মন্ত্র— “ ওঁ ভগবতী ভগ ভাগদায়িনী অমুকীং (নারীর নাম) মম বশ্যং কুরু কুরু স্বাহা । ”
গ্রহণের সময় উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপ করলে মন্ত্র সিদ্ধ হবে । বৃহস্পতিবার হাতে অল্প নুন নিয়ে উক্ত মন্ত্রে ২১ বার অভিমন্ত্রিত করে যে নারীর খাদ্যে মিশিয়ে দেবে , সেই স্ত্রী বশীভূত হবে ।

স্ত্রী বশীকরণ মন্ত্র ( ৩ )
মন্ত্র— “ ওঁ হ্রীং মহামাতঙ্গীশ্বরী চাণ্ডালিনী অমুকীং পচ পচ দহ দহ মথ মথ স্বাহা । ”
উক্ত মন্ত্রে অমুকীং স্থলে যাকে বশ করবে সেই নারীর নাম বলবে । যে কোনও গ্রহণের দিন উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপ করলে মন্ত্র সিদ্ধ হবে । ররিবার দিন উক্ত মন্ত্র ১০০৮ ( এক হাজার আট ) বার জপ করে , পুনরায় উক্ত মন্ত্রে দুগ্ধ ও চিনির সাহায্যে ১০৮ বার হােম করলে , সেই নারী বশীভূত হবে ।

স্ত্রী বশীকরণ মন্ত্র ( ৪ )
মন্ত্র— “ ওঁ নমাে উচ্ছিষ্ট চাণ্ডালিনী পচ পচ ভঞ্জ ভঞ্জ মােহে মােহে মম অমুকীং বশ্যং কুরু কুরু স্বাহা । ”
উক্ত মন্ত্রে অমুকীং স্থানে অভীষ্ট নারীর নাম উচ্চারণ করবে । যে কোনও গ্রহণকালীন উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপ করলে সিদ্ধ হয় । আহার করার পরে , কিছু উচ্ছিষ্ট ভাত হাতে নিয়ে উক্ত মন্ত্র ১০৮ বার পাঠ করবে ও ১০৮ বার ফু দেবে । পরে ঐ ভাত রেখে দেবে । এইভাবে পর পর ১০ দিন করবে এবং ১০ দিন নারীকে খেতে দেবে অথবা তার ঘরে ছড়িয়ে দেবে । তাহলে সেই নারী বশীভূত হবে ।

স্ত্রী বশীকরণ মন্ত্র ( ৫ )
মন্ত্র— “ ও হীং সঃ । ”
যে কোনও গ্রহণকালে উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপ করলে সিদ্ধ হয় । যে নারীকে সর্বক্ষণের জন্য বশ করতে হবে , সেই নারীর সঙ্গে রতিক্রিয়া করার সময় এই মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপ করতে থাকলে , সেই নারী চির বশীভূতা থাকে ।

স্ত্রী বশীকরণ মন্ত্র ( ৬ )
মন্ত্র— “ হ্রং অঘােরে হ্রীং অঘােরে হ্রং ঘাের ঘােরতরে সর্বংসর্বে নমস্তে রূপে হ্রঃ ঐং হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে বিচ্চে । ”
যে কোনও গ্রহণকালে উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপে সিদ্ধ হয় । যাকে বশ করতে হবে , সেই নারীকে নিমন্ত্রণ করে এনে , উক্ত মন্ত্রে খাদ্যদ্রব্য ২১ বার অভিমন্ত্রিত করে খাওয়ালে সেই নারী সর্বদা বশীভূত থাকে ।

স্ত্রী বশীকরণ মন্ত্র ( ৭ )
মন্ত্র— “ ওঁ কামিনী রঞ্জনী স্বাহা । ”
যে কোনও গ্রহণকালে উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) জপ করলে সিদ্ধ হবে । প্রয়ােগ ( ১ ) প্রয়ােজন সময়ে উক্ত সিদ্ধমন্ত্র যে নারীর হাতে আলতা দিয়ে লিখে দেওয়া হবে , সেই নারী বশীভূত হবে । ( ২ ) রবি , বৃহস্পতি অথবা সােমবার এই ৩ দিন যদি আলতা দ্বারা লিখে দেওয়া যায় , তবে সেই নারী অবশ্যই বশ হবে ।

Previous Next
No Comments
Add Comment
comment url