গ্রহগণের দোষশান্তি
গ্রহগণের দোষশান্তি
রবির দান — মাণিক্য ( অভাবে যথাসাধ্য মূল্য ), গােধূম, সবৎসা ধেনু, কুসুম্ভরঞ্জিত বস্ত্র, গুড়, স্বর্ণ, তাম্র, রক্তচন্দন, রক্তপদ্ম, আতপ তণ্ডুল।
চন্দ্রের দান — রজতপাত্রে তণ্ডুল, কপূর, মুক্তা, শুভ্রবস্ত্র, রৌপ্য, হলবহনােপযােগী বৃষ ( অভাবে ৩ কাহন কড়ি বা ১|০ ) ও ঘৃতপূর্ণ কুম্ভ।
মঙ্গলের দান — প্রবাল গােধূম, মসুর কলাই, অরুণবর্ণ বৃষ ( অভাবে ৫ কাহন কড়ি বা ১|০ ), গুড়, স্বর্ণ, রক্তবস্ত্র, করবীপুষ্প ও তাম্র।
বুধের দান — নীলবস্ত্র, স্বর্ণ, কাঁসা, মুগকলাই, পীতবর্ণ, পুষ্প, দ্রাক্ষা ও হস্তিদন্ত।
বৃহস্পতির দান — চিনি, দারুহরিদ্রা, ঘােড়া ( অভাবে ২৫ কাহন কড়িবা ৩|০ ), পীতধান্য, পীতবস্ত্র, পােখরাজ, লবণ ও স্বর্ণ।
শুক্রের দান — বিচিত্র বস্ত্র, শ্বেতাশ্ব ( অভাবে ২৫ কাহন কড়ি বা ৬|০ ), ধেনু, হীরক, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধি দ্রব্য, তণ্ডুল ও ধৃত।
শনির দান — মাষকলাই, তৈল, কৃষ্ণতিল, নীলকান্তমণি ( পান্না ), মহিষ ( অভাবে ৮ কাহন কড়ি বা ২ ) লৌহ ও কুলত্থ কলাই।
রাহুর দান — গােমেদ, রত্ন, ঘােড়া ( অভাবে ২৫ কাহন ২৫ কড়ি বা ৬|০ ), নীলবস্ত্র, কম্বল, কৃষ্ণতিল, তৈল, লৌহপাত্র।
কেতুর দান — বৈদুর্য্যমণি, মৃগমদ, তিল, তিলতৈল, কম্বল ও খরগ। গ্রহসম্বন্ধীয় দান ও দক্ষিণা সকলই গ্রহবিপ্রকে দিবে, অন্যথায় নিষ্ফল হইবে।
প্রিয় পাঠক, এই বিষয় আরো পোস্ট পড়তে সূচিপত্র দেখুন।