বিবিধ প্রকরণ — দীক্ষা, হালচাষ, নবান্নাদি
দীক্ষা, হালচাষ, নবান্ন ও বিবিধ প্রকরণ:
দীক্ষা গ্রহণ — উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ রােহিণী, চিত্রা, মৃগশিরা, অনুরাধা, রেবতী নক্ষত্রে, রবি শুভবারে দ্বিতীয়, তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী, দশমী একাদশী দ্বাদশী ও পূর্ণিমা তিথিতে বৃষ ; সিংহ, বৃশ্চিক ও কুম্ভলগ্নে শুভচন্দ্রে, শুভগ্রহ কেন্দ্র ও ত্রিকোণগত হইলে, বৃহস্পতি নবমে থাকিলে, শুদ্ধকালে দীক্ষা গ্রহণ করিবে।
হােমাদিশান্তি — শুক্র, সােম, বুধ, বৃহস্পতি ও রবিবারে শুক্লপক্ষে শুভলগ্নে ও শুভরাশিতে শুভতিথি, যােগ ও করণে চিত্রা, অনুরাধা, মৃগশিরা, রেবতী, পুষ্যা, অশ্বিনী হস্তা উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ ও রােহিণী নক্ষত্রে হােমাদি স্বস্ত্যয়ন প্রশস্ত।
হলপ্রবাহ — পূর্বফল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ কৃত্তিকা, ভরণী, চিত্রা, আদ্রা ও অশ্লেষা ভিন্ন নক্ষত্রে, রিক্তা, ষষ্ঠী অষ্টমী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা ও প্রতিপদ ভিন্ন তিথিতে মিথুন, কন্যা, ধনু, মীন, বৃশ্চিক ও বৃষলগ্নে, শনি ও মঙ্গল ভিন্ন বারে, শুভযােগে ও করণে, চন্দ্রশুদ্ধ হইলে হলপ্রবাহ করিবে।
বীজবপন — পূর্ব্বফল্গুনী, পূর্ব্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ কৃত্তিকা, ভরণী, অশ্লেষা ও আদ্রা ভিন্ন নক্ষত্রে রিক্তা ষষ্ঠী অষ্টমী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা ও প্রতিপদ ভিন্ন তিথিতে শুভগ্রহ কেন্দ্রস্থ হইলে, স্থির লগ্নে জন্মলগ্ন ও মিথুন, তুলা, কন্যা কুম্ভ ও ধনুর্লগ্নের পূর্বভাগে বীজবপন করিবে।
ধান্যরোপণ — রবি ও শুক্রবারে, শুভ তিথি, যােগ করণে আষাঢ়, শ্রাবণ, ভাদ্রমাসে পূর্ব্বভাদ্রপদ, শতভিষা, বিশাখা মূলা, উত্তরফল্গুনী নক্ষত্রে ধান্যরােপণ প্রশস্ত।
ধান্যচ্ছেদন — ভরণী, পূর্ব্বভাদ্রপদ, অশ্লেষা, ধনিষ্ঠা কৃত্তিকা, পূর্বাষাঢ়া, জ্যেষ্ঠা, চিত্রা, উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া ও উত্তরভাদ্রপদ নক্ষত্রে, শনি ও মঙ্গল ভিন্ন বারে রিক্তা ভিন্ন তিথিতে, চন্দ্রশুদ্ধি হইলে শুভযােগ ও করণে, বৃষ, সিংহ বৃশ্চিক, কুম্ভ, তুলা ও ধনুর পূর্বাব্ধে, মকর এবং জন্মলগ্নে ধান্যচ্ছেদন করিবে।
নবান্ন — সূর্য্য বিশাখা নক্ষত্রগত হইলে ও ত্রয়ােদশী রিক্তা নন্দাতিথিতে, ত্রিজন্ম ও পাপ তারাতে শনি, মঙ্গল ও শুক্রবারে, চৈত্র, পৌষ ও কার্ত্তিমাসে, হরিশয়নে কৃষ্ণপক্ষে, মৃগনেত্রাতে, অষ্টমচন্দ্র, জন্মচন্দ্র ও জন্মতিথিতে, পূর্ব্বফল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ, মঘা, ভরণী, অশ্লেষা ও আদ্রা নক্ষত্রে নবান্ন শ্রাদ্ধ ও নবান্ন ভক্ষণে পুত্র ও অর্থনাশ হয়, এতদ্ভিন্ন তিথি, নক্ষত্র ও বারাদিতে নবান্ন প্রশস্ত। কৃত্তিকা, জ্যেষ্ঠা, মূলানক্ষত্রে শ্রাদ্ধকর্ত্তা ভিন্ন নবান্ন ভক্ষণ করিবেনা। দধিসংযুক্ত নবােদক করিয়া ভক্ষণ করিবে।
বাণিজ্যকরণ — ভরণী, অশ্লেষা, বিশাখা, কৃত্তিকা পূর্ব্বফল্গুনী, পূর্ব্বাষাঢ়া ও পূর্ব্বভাদ্রপদ নক্ষত্রে বিক্রয় প্রশস্ত ক্রয় নিষিদ্ধ। রেবতী, অশ্বিনী, চিত্রা, শতভিষা শ্রবণা স্বাতীনক্ষত্রে ক্রয় শুভ, বিক্রয় নিষিদ্ধ।
জন্মতিথি — যাহার জন্মমাসে জন্মনক্ষত্রযুক্ত জন্মতিথি হয়, তাহার সেই বৎসরে, আরােগ্য, সম্মান ও সুখ হয়। বৎসরে জন্মতিথি শনি ও মঙ্গলবারে হয়, জন্মনক্ষত্র না পায় সেই বৎসরে তাহার পদে পদে বিঘ্ন হয়। অতএব সেই ব্যক্তি সর্ব্বৌষধি মিশ্রিত জলে স্নান, বিপ্র ও দেবপূজা করিবে। শনি মঙ্গলবারে যুক্তদিনে নক্ষত্রযােগ না হইলে স্বর্ণদান করিবে।
সর্ব্বৌষধি — মুরা, জটামাংসী, বচ, কুড়, শৈলজ, হরিদ্রা দারুহরিদ্রা, শঠি, চম্পক ও মুথামিশ্রিত জলে স্নান করিবে।
ত্রিপুষ্করযােগ — পুনর্ব্বসু, উত্তরাষাঢ়া, কৃত্তিকা, উত্তরফল্গুনী, পূর্ব্বভাদ্রপদ, বিশাখা, এই সকল নক্ষত্রে রবি, মঙ্গল ওশনিবারে দ্বিতীয়া, সপ্তমী ও দ্বাদশী তিথিতে মৃত্যু হইলে ত্রিপুষ্কর যােগ হয়। ত্রিদোষ যােগ হইলে বাস্তু বৃক্ষও জীবিত থাকে না।
প্রিয় পাঠক, এই বিষয় আরো পোস্ট পড়তে সূচিপত্র দেখুন।