বিবিধ প্রকরণ — দীক্ষা, হালচাষ, নবান্নাদি

দীক্ষা, হালচাষ, নবান্ন ও বিবিধ প্রকরণ:

দীক্ষা গ্রহণ — উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ রােহিণী, চিত্রা, মৃগশিরা, অনুরাধা, রেবতী নক্ষত্রে, রবি শুভবারে দ্বিতীয়, তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী, দশমী একাদশী দ্বাদশী ও পূর্ণিমা তিথিতে বৃষ ; সিংহ, বৃশ্চিক ও কুম্ভলগ্নে শুভচন্দ্রে, শুভগ্রহ কেন্দ্র ও ত্রিকোণগত হইলে, বৃহস্পতি নবমে থাকিলে, শুদ্ধকালে দীক্ষা গ্রহণ করিবে।

দীক্ষা কি

হােমাদিশান্তি — শুক্র, সােম, বুধ, বৃহস্পতি ও রবিবারে শুক্লপক্ষে শুভলগ্নে ও শুভরাশিতে শুভতিথি, যােগ ও করণে চিত্রা, অনুরাধা, মৃগশিরা, রেবতী, পুষ্যা, অশ্বিনী হস্তা উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ ও রােহিণী নক্ষত্রে হােমাদি স্বস্ত্যয়ন প্রশস্ত।

হলপ্রবাহ — পূর্বফল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ কৃত্তিকা, ভরণী, চিত্রা, আদ্রা ও অশ্লেষা ভিন্ন নক্ষত্রে, রিক্তা, ষষ্ঠী অষ্টমী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা ও প্রতিপদ ভিন্ন তিথিতে মিথুন, কন্যা, ধনু, মীন, বৃশ্চিক ও বৃষলগ্নে, শনি ও মঙ্গল ভিন্ন বারে, শুভযােগে ও করণে, চন্দ্রশুদ্ধ হইলে হলপ্রবাহ করিবে।

বীজবপন — পূর্ব্বফল্গুনী, পূর্ব্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ কৃত্তিকা, ভরণী, অশ্লেষা ও আদ্রা ভিন্ন নক্ষত্রে রিক্তা ষষ্ঠী অষ্টমী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা ও প্রতিপদ ভিন্ন তিথিতে শুভগ্রহ কেন্দ্রস্থ হইলে, স্থির লগ্নে জন্মলগ্ন ও মিথুন, তুলা, কন্যা কুম্ভ ও ধনুর্লগ্নের পূর্বভাগে বীজবপন করিবে।

ধান্যরোপণ — রবি ও শুক্রবারে, শুভ তিথি, যােগ করণে আষাঢ়, শ্রাবণ, ভাদ্রমাসে পূর্ব্বভাদ্রপদ, শতভিষা, বিশাখা মূলা, উত্তরফল্গুনী নক্ষত্রে ধান্যরােপণ প্রশস্ত।

ধান্যচ্ছেদন — ভরণী, পূর্ব্বভাদ্রপদ, অশ্লেষা, ধনিষ্ঠা কৃত্তিকা, পূর্বাষাঢ়া, জ্যেষ্ঠা, চিত্রা, উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া ও উত্তরভাদ্রপদ নক্ষত্রে, শনি ও মঙ্গল ভিন্ন বারে রিক্তা ভিন্ন তিথিতে, চন্দ্রশুদ্ধি হইলে শুভযােগ ও করণে, বৃষ, সিংহ বৃশ্চিক, কুম্ভ, তুলা ও ধনুর পূর্বাব্ধে, মকর এবং জন্মলগ্নে ধান্যচ্ছেদন করিবে।

নবান্ন — সূর্য্য বিশাখা নক্ষত্রগত হইলে ও ত্রয়ােদশী রিক্তা নন্দাতিথিতে, ত্রিজন্ম ও পাপ তারাতে শনি, মঙ্গল ও শুক্রবারে, চৈত্র, পৌষ ও কার্ত্তিমাসে, হরিশয়নে কৃষ্ণপক্ষে, মৃগনেত্রাতে, অষ্টমচন্দ্র, জন্মচন্দ্র ও জন্মতিথিতে, পূর্ব্বফল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ, মঘা, ভরণী, অশ্লেষা ও আদ্রা নক্ষত্রে নবান্ন শ্রাদ্ধ ও নবান্ন ভক্ষণে পুত্র ও অর্থনাশ হয়, এতদ্ভিন্ন তিথি, নক্ষত্র ও বারাদিতে নবান্ন প্রশস্ত। কৃত্তিকা, জ্যেষ্ঠা, মূলানক্ষত্রে শ্রাদ্ধকর্ত্তা ভিন্ন নবান্ন ভক্ষণ করিবেনা। দধিসংযুক্ত নবােদক করিয়া ভক্ষণ করিবে।

বাণিজ্যকরণ — ভরণী, অশ্লেষা, বিশাখা, কৃত্তিকা পূর্ব্বফল্গুনী, পূর্ব্বাষাঢ়া ও পূর্ব্বভাদ্রপদ নক্ষত্রে বিক্রয় প্রশস্ত ক্রয় নিষিদ্ধ। রেবতী, অশ্বিনী, চিত্রা, শতভিষা শ্রবণা স্বাতীনক্ষত্রে ক্রয় শুভ, বিক্রয় নিষিদ্ধ।

জন্মতিথি — যাহার জন্মমাসে জন্মনক্ষত্রযুক্ত জন্মতিথি হয়, তাহার সেই বৎসরে, আরােগ্য, সম্মান ও সুখ হয়। বৎসরে জন্মতিথি শনি ও মঙ্গলবারে হয়, জন্মনক্ষত্র না পায় সেই বৎসরে তাহার পদে পদে বিঘ্ন হয়। অতএব সেই ব্যক্তি সর্ব্বৌষধি মিশ্রিত জলে স্নান, বিপ্র ও দেবপূজা করিবে। শনি মঙ্গলবারে যুক্তদিনে নক্ষত্রযােগ না হইলে স্বর্ণদান করিবে।

সর্ব্বৌষধি — মুরা, জটামাংসী, বচ, কুড়, শৈলজ, হরিদ্রা দারুহরিদ্রা, শঠি, চম্পক ও মুথামিশ্রিত জলে স্নান করিবে।

ত্রিপুষ্করযােগ — পুনর্ব্বসু, উত্তরাষাঢ়া, কৃত্তিকা, উত্তরফল্গুনী, পূর্ব্বভাদ্রপদ, বিশাখা, এই সকল নক্ষত্রে রবি, মঙ্গল ওশনিবারে দ্বিতীয়া, সপ্তমী ও দ্বাদশী তিথিতে মৃত্যু হইলে ত্রিপুষ্কর যােগ হয়। ত্রিদোষ যােগ হইলে বাস্তু বৃক্ষও জীবিত থাকে না।

প্রিয় পাঠক, এই বিষয় আরো পোস্ট পড়তে সূচিপত্র দেখুন।

Previous Next
No Comments
Add Comment
comment url