সৌভাগ্য ও ধন বৃদ্ধিকারক মহালক্ষ্মী মন্ত্র

সৌভাগ্য ও ধন বৃদ্ধির জন্য মহালক্ষ্মী মন্ত্র জপ করুন:

মহালক্ষ্মী মন্ত্র

আজকাল অধিকাংশ পরিবারে আকস্মিক ব্যয় হেতু খরচের মাত্রা খুব বেড়ে গেছে। আবার কিছু লােকের প্রাকৃতিক কারণে অথবা অন্য অনেক কারণে আর্থিক সমস্যা দেখা দিয়ে থাকে। এই মন্ত্রের প্রভাবে আর্থিক সঙ্কট দূরীভূত হয়।

মন্ত্র— “ওঁ শ্রীং শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং, ওঁ মহালক্ষ্মৈ নমঃ।”

বিধি— ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, তার চিত্র বা প্রতিমা সামনে রেখে বা মনে মনে চিন্তা করতে করতে মন্ত্র জপ করতে হবে। বুধবার রাত্রিকালে জপ সর্বশ্রেষ্ঠ। এইভাবে বুধবার থেকে জপ শুরু করে প্রত্যহ জপ করতে হবে। চন্দন, লাল ফুল, ধূপ, দীপ, অক্ষত দ্বারা লক্ষ্মী দেবীর পূজা করে বা প্রতিমূর্তির সামনে রেখে, ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে প্রতিদিন উক্ত মন্ত্র ১০৮ ( একশত আট ) বার জপ করবে। উপরােক্ত ভাবে কিছুদিন জপ করলে মনােবাসনা সিদ্ধ হয়, সংসারের দুঃখ দারিদ্র্য দূর হয়। মানসিক শান্তি ফিরে আসে।

লক্ষ্মীপ্রদ মন্ত্র জপ ও পূজাবিধি

লক্ষ্মীর চিত্র বা প্রতিমূর্তি সামনে রেখে প্রথমে যথাশক্তি উপচারে পূজা করতে হবে।

ধ্যানম্:
লক্ষ্মীং পদ্মাসনগতকটিং,
সূর্যশীতাংশুনেত্রা সদ্যভাস্ব।
ত্ববারচয়রুচিং পদ্মশঙ্খসিপানীম, নানামুক্তামণিসুশকলাভূষিতাঙ্গা দ্বিহস্তাম,
নিত্য লােকত্রয়ফলদাং নৌম্যহ ভক্তিপূর্বকম্।।

পূজা মন্ত্র:
“ওঁ শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। 


লক্ষ্মী গায়ত্রী— ওঁ মহালক্ষ্মৈ বিদ্মহে মহাশ্রিয়ৈ চ ধীমহি তন্নো শ্রীঃ প্রচোদয়াৎ। 

ধনদা লক্ষ্মী মন্ত্র— “ওঁ নমাে ধনদায়ৈ স্বাহা।”

বিধি—  উক্ত মন্ত্র ১,০০,০০০ (এক লক্ষ) বার জপ করলে প্রভূত অর্থাগম হয়, সংসারের দুঃখ দারিদ্র্য নাশ হয়। উক্ত মন্ত্রের আরও একটি বিশেষ গুণ হচ্ছে যে, ডালিমের বীজ বার করে, উক্ত সিদ্ধ মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে ১০৮ বার, তারপর কাজল নিয়ে অভিমন্ত্রিত ডালিমের রস মিশিয়ে কাজল প্রস্তুত করে সেই কাজল প্রতিদিন চোখে লাগালে চোখের জ্যোতি বৃদ্ধি পায়।

জ্যেষ্ঠা লক্ষ্মী মন্ত্র
মন্ত্র— “ওঁ ঐং হ্রীং শ্রীং জ্যেষ্ঠালক্ষ্মী স্বয়ভূবে হ্রীং জ্যেষ্ঠায়ৈ নমঃ।”

বিধি— উপরােক্ত মন্ত্র ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) বার জপ করলে সিদ্ধ হওয়া যায়। এই মন্ত্রশক্তিতে সংসারে দুঃখ দারিদ্র্য থাকে না।

মহালক্ষ্মী মন্ত্র
মন্ত্র— “ওঁ শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রীং ওঁ মহালক্ষ্মৈ নমঃ।”

বিধি— কার্তিক মাসে উপরােক্ত বিধানে লক্ষ্মীদেবীর পূজা করে উক্ত মন্ত্র ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) বার জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। মন্ত্র সিদ্ধ হলে সংসারে দুঃখ দারিদ্র্য থাকে না। 

Previous Next
No Comments
Add Comment
comment url