সংসারের অশান্তি দূর করনে গৃহ কলহ নাশক মন্ত্র
সাধারণতঃ অনেক সময় গৃহ কলহ দেখা দেয়। পরিবারে সব রকম সুখ-শান্তি থাকা সত্বেও অশান্তি লেগে থাকে। কখনও পিতা-পুত্রে, কখনও মা ও মেয়েতে, আবার কখনও স্বামী-স্ত্রী ও ভাই-ভাইয়ে কলহ হয়। সংসারের এই অশান্তির হাত থেকে নিম্নোক্ত মন্ত্র জপ করলে শান্তি পাওয়া যায়।
মন্ত্র— “ধাং ধীং ধূং ধূর্জটে, পত্নী বাং হীং বুং বাগধীশ্বরী। ক্রাং ক্রীং ক্রুং কালিকা দেবী, শাং শীং শৃং মে শুভং কুরু।”
বিধি— মন্ত্র জপ করার পূর্বে স্নান করে কালী মূর্তি অথবা চিত্রের ওপর ধূপ-দীপ জ্বেলে পুস্পাঞ্জলি দিয়ে, মনে মনে দেবীর ধ্যান বা চিন্তা করবে। তারপর রুদ্রাক্ষ মালায় প্রত্যহ ১০৮ বার উক্ত মন্ত্র জপ করবে। ২১ দিন পর্যন্ত অথবা ১০৮ দিন পর্যন্ত প্রত্যহ উক্ত মন্ত্র ১০৮ বার করে জপ করলে গৃহ কলহ দূর হয়। পরিবারে শান্তি ফিরে আসে। আয় বৃদ্ধি হয়। রােগ ব্যাধিও থাকে না।