মনস্কামনা পূর্ণ মন্ত্র যা পাঠ করলে পূর্ণ হবে সকল মনের কামনা
আমরা অনেক সময় এমন একটি মন্ত্র খুঁজে থাকি, যে মন্ত্রটি আকারে ছোট হবে। পাঠ করতে সহজ হবে এবং আমাদের মনোকামনা পূরণ করে। এই পোস্টে আমরা সেই রকম একটি মন্ত্র আলোচনা করব। মন্ত্রটির নাম মনষ্কামনা পূর্ণ মন্ত্র। জাপাট করলে পূর্ণ হবে মনের কামনা।
মন্ত্র—“ওঁ নমাে নারায়ণায়।”
বিধি— প্রাতঃকালে স্নানাদি সমাপন করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে ধূপ-দীপ জ্বালিয়ে উক্ত মন্ত্র ১০৮ বার কিংবা ১০০৮ (একহাজার আট) বার করে পূর্ব মুখে বসে জপ করলে, সর্বপ্রকার মনােবাসনা পূর্ণ হয়।