ভাগ্য ফেরানোর মন্ত্র

জীবনে চলার পথে আমরা অনেকেই হোঁচট খেয়ে থাকি। সেটা হতে পারে আর্থিক উন্নতিতে অথবা পারিবারিক উন্নতির পথে। অনেক সময় ছেলে মেয়ের বিয়ের জন্য আমাদের বাধাবিঘ্ন পেতে হয়। যার ফলে নানান মানসিক চাপ বাড়তে থাকে। মনে মনে সমাধান খুঁজতে থাকি কিভাবে এই বাধাবিঘ্ন নাশ করা যায়। আর কিভাবে ভাগ্যকে ফেরানো যায় এই নিয়ে ভাবতে থাকি। ভাগ্য ফেরানো নিয়ে আজকে আমরা একটি মন্ত্র আলোচনা করবো, যা খুবই কার্যকর। নাম: বাধা বিঘ্ন নাশক মন্ত্র।

মন্ত্র—
“ওঁ সর্ববাধা প্রশমনং ত্রৈলােক্যস্যাখিলেশ্বরী।
এবমেব ত্বয়া কার্য্যমস্মদবৈরী বিনাশনম্ ৷৷”

বিধি— প্রাতে স্নানাদি সমাপন করে ধূপ দীপ জ্বালিয়ে উক্ত মন্ত্র প্রত্যহ ১০৮ বার করে ৩ মাস জপ করলে সর্ব বিঘ্ন নাশ হয়, সাধ্য ও সময় হাতে থাকলে জপ সংখ্যা বাড়ালে ভাল হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url