যে কোন ব্যক্তির বিবাহ করণ যন্ত্র
মন্ত্র মহার্ণবে বলা হয়েছে, যে কন্যা অথবা পুত্রের গ্রহদোষ বা অন্য কোনও প্রতিবন্ধকের কারণ বশতঃ বিবাহ হচ্ছে না, নিম্নলিখিত যন্ত্র প্রয়ােগে তাদের বিবাহের সমস্ত বাধা দূর হয় ও শীঘ্র বিবাহ হয়।
যন্ত্রের নিচে “ছেলে/ মেয়ের নাম বিবাহ ভবতু” লিখতে হবে। লেখার শেষে ঐ ছেলে বা মেয়ের কি রাশি তা লিখতে হবে।উদাহরণঃ— কাজলের বিয়ে হলে “কাজল বিবাহ ভবতু” মিথুন রাশি।
বিধি— সংক্রান্তির দিন ১২ টার সময় নতুন বস্ত্র অথবা পরিষ্কার শুদ্ধ বস্ত্র যেন সেলাই করা না হয়, এরূপ বস্ত্র পরে সাদা কাগজে হলুদ দ্বারা ডালিম ডালের কলমের সাহায্যে উক্ত যন্ত্র লিখে একটি চৌকির ওপর রাখবে। পরে যে রবিবার আসবে সেইদিন পুনরায় উক্তরূপে আরও একটি উপরােক্ত যন্ত্র লিখে শুদ্ধস্থানে হলুদ বর্ণের বস্ত্রের উপর রেখে হরিদ্রার মালাতে মন্ত্র জপ করবে।
মন্ত্র— “ওঁ হ্রীং হংসঃ”
উপরােক্ত মন্ত্র ১০০৮ (এক হাজার আট) বার জপ করবে। তারপর যন্ত্রটিকে সলিতার মতাে পাকিয়ে জ্বালাবে। এইভাবে সাতটি রবিবার এই প্রক্রিয়া করবে এবং উপরােক্ত বিধিতে পূজা ও জপ করবে। শুধু রবিবার নয় সাতটি রবিবার পর্যন্ত প্রত্যহ এইভাবে যন্ত্র পূজা ও জপ করে যেতে হবে। সাত রবিবার শেষ হলে অবশ্যই কার্য সিদ্ধ হবে।