চুলের যত্নে করনীয় ও কিছু প্রশ্নের উত্তর
চুলের আগা ফাটা। মেয়েদের চুলের আগা সাধারণত ফেটে যায়। এজন্য কী ব্যবস্থা নিতে হবে?
এটি একটি রােগ। এ অবস্থায় চুলে অন্য কোন শ্যাম্পু ব্যবহার না করে বেবি শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। চুলের আগা ফেটে যাওয়ার জন্য প্রতিরাতে‘ পালমার হেয়ার ট্রিটমেন্ট ফর্মূলা মাথায় ব্যবহার করে পরের দিন সকালে ধুয়ে ফেলতে হবে। এভাবে এক মাস ব্যবহার করা যেতে পারে।
চুলে কলপ বা ডাই ব্যবহার। অনেকের ধারণা চুলে কলপ বা ডাই ব্যবহার করলে চুল পেকে যায়। কথাটি কতটুকু সত্যি?
চুলের কলপ বা হেয়ার ডাইয়ের সঙ্গে চুল পাকার কোন সম্পর্ক আছে বলে জানা নেই। চুলের কলপ বা ডাই কারাে কারাে মাথার ত্বকে এলার্জি জনিত প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে চুলে কলপ বা ডাই ব্যবহার করা যাবে না।
চুলে জট। কারাে চুলে জট পাকতে শুরু করলে কেউ কেউ মনে করেন আধ্যাত্মিক কারণে এমনটি হয়েছে। সত্যিই কি তাই?
সত্যিকার অর্থে এটি একটি রােগ। এখানে আধ্যাত্মিকতার কোনাে ব্যাপার। নেই। রােগটির নাম Plica Neurpoathica! সাধারণত মানসিক রােগীদের এ জাতীয় সমস্যাটি হয়ে থাকে, তাই অনেকে এটাকে আধ্যাত্মিকতার সাথে জড়িয়ে ফেলে। এর প্রধান চিকিৎসা হলাে চুল চেছে ফেলা।
ক্যাস্টর অয়েল ও চুল। Castor oil কি চুলের জন্যে উপকারী? এটি ব্যবহারে চুল গজানাের সম্ভাবনা আছে কি?
Castor oil চুলের জন্যে উপকারী নয়। Oil বা তেল আমরা অভ্যাসগত বা ঐতিহ্যগতভাবে মেখে থাকি। অবশ্য মাখতে মাখতে তেলের প্রতি একটা আসক্তি এসে যায়, তখন আর না মেখে ভালাে লাগেনা। একটু কষ্ট করে যদি তেল না মাখার অভ্যাস করতে পারা যায় তাহলে ধীরে ধীরে চুল তার নিজের সৌন্দর্য ফিরে পায়। অবশ্য মাঝে মাঝে চুলের অতিরিক্ত রুক্ষতা দূর করার জন্যে হেয়ার ক্রিম (Hair Cream) হালকা ভাবে মাখা যেতে পারে, তবে সবার ক্ষেত্রে বিশেষ করে যাদের চুলে তৈলাক্ত ভাব রয়েছে তাদের হেয়ার ক্রিম এর প্রযােজন হয়না। Castor oil বা কোন ধরনের তেল ব্যবহারে চুল গজানাের সম্ভাবনা নেই।
সাদা চুল। অনেকে সাদা চুলে কলপ ব্যবহার করে থাকেন। কিন্তু কলপ ব্যবহারে কোনাে পার্শ্ব প্রতিক্রিয়া হবার আশংকা আছে কি?
চুলে কলপ ব্যবহারের ক্ষেত্রে কারাে কারাে এলার্জি জাতীয় সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে কলপ ব্যবহার বন্ধ রাখতে হবে এবং এলার্জির চিকিৎসা নিতে হবে। পরবর্তীতে কলপের ব্রান্ড বদলিয়ে ব্যবহার করে দেখা যেতে পারে।
মাথায় উকুন। অনেকেই মাথায় উকুনের সমস্যায় ভােগেন। বিশ্রী এই সমস্যার প্রতিকার কী?
প্রথমত একই বিছানায় ঘুমান এবং একই চিরুনি ব্যবহার করেন এমন সবাইকে একই সাথে চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে লট্রিক্স ক্রিম (Lotrix cream) মাথায় মেখে ১০ মিনিট পর যে কোন শ্যাম্পু/সাবান দিয়ে মাথা ধুয়ে নিতে হবে এবং চুল শুকিয়ে উকুন আনার চিরুনি দিয়ে ভালােভাবে মাথা আঁচড়াতে হবে। একই ব্যবস্থা ৭ দিন। পর আবার নিতে হবে। তবে মাথায় যদি ঘা বা পুঁজভাব থাকে তবে আগে এন্টিবায়ােটিক খেয়ে ঘা শুকিয়ে নিতে হবে।