আমবাত রোগের দুটি লোক চিকিৎসা

আমবাত: একে পিত্ত প্রকোপও বলে।

শরীরের একটি পরিচিত অ্যালার্জি জনিত রোগ হচ্ছে আমবাত। মেডিকেলের পরিভাষায় এটাকে আর্টিকেরিয়া বলা হয়। আমবাতের ক্ষেত্রে শরীরে হঠাৎ করে চুলকানি শুরু হয়ে বিভিন্ন মাপের ও আকৃতির চাকা ওঠে। চাকাগুলো ছোট থেকে বড় গোলাকৃতির অথবা অসমাকৃতির হতে পারে। এগুলো শরীরের নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে অথবা সারা শরীরে ওঠতে পারে। সাধারণত একদিনের মধ্যে চাকাগুলো অদৃশ্য হয়ে যায়। কখনো কখনো এগুলো মিলিয়ে যেতে ২৪ ঘণ্টারও বেশি লাগতে পারে।

আমবাতের দুটি লোক-চিকিৎসা

ছাগলের দড়ি: হঠাৎ শরীর চাকা চাকা আকারে ফুলে উঠলে, ছাগলের দড়ি দিয়ে ঐ সব স্থান ভালভাবে ঘর্ষণ করলে চুলকানি ও ফোলা সেরে যায়। (পরীক্ষিত ও ফলপ্রদ)

তেল+হলুদ+লবণ: এরকম অবস্থায় সরিষার তেল, গুঁড়া হলুদ ও লবণ একেত্র মিশিয়ে আক্রান্ত স্থানে মাখলেও আমবাত আরােগ্য হয়। (পরীক্ষিত ও ফলপ্রদ) 

Previous Next
No Comments
Add Comment
comment url