নববধূ আগমন

নববধূ আগমন

নববধূ আগমন অর্থাৎ নতুন বউ এর স্বামীর বাড়িতে আগমন। এখানে বিয়ের সময় যখন বরের সঙ্গে নববধু স্বামীর বাড়িতে আসে সেটা বলা হয় বউয়ের গৃহপ্রবেশ। এটার শুভ সময় বিয়ের দিন-তারিখের সাথে যুক্ত। যেটা আমাদের খেয়াল রাখা উচিৎ তা হলো দ্বিরাগমন। অর্থাৎ দ্বিতীয় আগমন।

নববধু আগমন
দ্বিরাগমন — বিবাহের পর দ্বিতীয়বার স্বামীগৃহে গমন করার নাম দ্বিরাগমন। তাহা যদি প্রথমে বিবাহমাসের মধ্যে না হয় তবে অযুগ্ম বৎসরে প্রশস্ত। কন্যার অযুগ্মবর্ষে বৈশাখ, অগ্রহায়ণ ও ফাল্গুনমাসে রবি, গুরু ও চন্দ্রশুদ্ধিতে শুদ্ধকালে, কন্যা, মিথুন, তুলা, বৃষ লগ্নে, শুভগ্রহযুক্ত বা দৃষ্ট হইলে, সােম, বুধ, বৃহস্পতি ও শুক্রবারে শুক্লপক্ষে মূলা, পুষ্যা, অশ্বিনী, হস্তা, স্বাতী, পুনর্ব্বসু, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ, রােহিণী, চিত্রা, অনুরাধা, মৃগশিরা ও রেবতীনক্ষত্রে, শাস্ত্রোক্ত তিথিতে দ্বিরাগমন প্রশস্ত, কিন্তু অন্তর্গত ও সম্মুখস্থ শুক্র হইলে কদাপি হইবে না। অষ্টমবর্ষে দ্বিরাগমনেশ্বর, দশম বর্ষেশ্বশুরের ও দ্বাদশ বর্ষে স্বামীর মৃত্যু হয়। এক গ্রামে কিংবা এক গৃহে অথবা দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবাদি হইলে স্বামী সঙ্গে আসিলে সম্মুখ শুক্রের দোষ হয় না।
শনিবার এবং মঙ্গলবার দ্বিরাগমন নিষেধ।।

প্রিয় পাঠক, এই বিষয় আরো পোস্ট পড়তে সূচিপত্র দেখুন।

Previous Next
No Comments
Add Comment
comment url