সৌভাগ্যদায়ক যন্ত্র: রুজি রোজগার বৃদ্ধির উপায়
এই পোস্টে আমরা একটি সৌভাগ্য লাভের যন্ত্র নিয়ে আলোচনা করব। তন্ত্র মতে এই যন্ত্র ব্যবহারে আপনার সৌভাগ্য লাভ হবে। এর আগে লক্ষ্মী কৃপালাভের বিভিন্ন মন্ত্রের কথা বলা হয়েছে। এবার এখানে হিন্দু তন্ত্রমতে কার্য সাধক সৌভাগ্যদায়ক রুজি-রােজগার বৃদ্ধিকারক যন্ত্রের উল্লেখ করা হলাে। এই যন্ত্রটি উপযুক্ত বিধিতে প্রয়ােগ করলে, সাধক অবশ্যই বাঞ্ছিত ফল লাভ করে।
লক্ষ্মীপ্রদ যন্ত্র:
উপরােক্ত যন্ত্রটি ভূর্জপত্রে অষ্টগন্ধ দ্বারা লিখতে হবে, চামেলী গাছের কলম ব্যবহার করতে হবে, তারপর মাদুলিতে ভরে পঞ্চগব্য ও পঞ্চামৃত দ্বারা শােধন করে ধারণ করতে হবে। অথবা ভূর্জপত্রে উক্তভাবে যন্ত্র লিখে কাগজে মুড়ে পকেটে রাখবে। দান-ধ্যান করবে। ধর্মে বিশ্বাস রাখবে। তার ফলে লক্ষ্মীর কৃপা লাভ হবে। পুত্র লাভেচ্ছ ব্যক্তি নিজের কাছে ও স্ত্রীর কাছে মাদুলী করে রাখলে পুত্র সন্তান লাভ হয়।