সমাজে সম্মান লাভের মন্ত্র ও যন্ত্র
সম্মান ব্যক্তিকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলে এবং মানুষকে বাঁচতে শেখায়। সমাজে যাদের সম্মান রয়েছেন তারাই সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ। সম্মানিত ব্যক্তির কথা সবাই মানে। সম্মান কখনো অর্থ দিয়ে কেনা যায় না। অর্থ দিয়ে যা কিনা যায় সেটি হলো মিথ্যা আশ্বাস বা অস্থায়ী ভালোবাসা। অনেক সময় সম্মান ধরে রাখাটা খুব কষ্টের হয়ে দাঁড়ায়। সেটা হতে পারে পারিবারিক কারণে অথবা পরিবেশ পরিস্থিতির কারণে। এই পোস্টে আমরা সম্মান লাভের উপায়ের একটি যন্ত্র এবং মন্ত্র নিয়ে চর্চা করব। এই যন্ত্রের প্রভাব এবং মন্ত্রোচ্চারণের ধ্বনি শক্তি আপনার অনুকূল পরিবেশ তৈরি করতে সহযোগিতা করবে।
![]() |
সম্মান লাভের যন্ত্র |
বিধি— এই যন্ত্র প্রভাবে রাজসম্মান, সমাজে সম্মান, ব্যবসা বাণিজ্যে লাভ প্রভৃতি কাজ হয়। এই যন্ত্রটি ভূর্জপত্রে গােরােচনা ও কুঙ্কুম দ্বারা চামেলী গাছের কলম দ্বারা লিখে প্রাতঃকালে ধূপ দীপ দিতে হবে। একে বশীকরণ যন্ত্রও বলা হয় যে কার্যের জন্য প্রয়ােজন হয়, প্রয়ােগ করা যায়। কিন্তু ন্যায় নীতি ত্যাগ করা চলবে না। যন্ত্রটিকে রূপার পাতে খােদাই করে, প্রতিষ্ঠা (প্রাণপ্রতিষ্ঠা মন্ত্রে) করে “ওঁ সম্মান বর্ধক চব্বিশা যন্ত্রায় নমঃ।” মন্ত্রে যথাশক্তি উপচারে পূজা করে গুরুমন্ত্র জপ করলে অভীষ্ট সিদ্ধ হয়।
প্রিয় পাঠক, গণক্কারের উদ্দেশ্য হচ্ছে মন্ত্র-তন্ত্র কে সঠিক কাজে লাগানো এবং জীবজগতের কল্যাণ সাধন করা।