যে কেউ বশীভূত হবে এই ছোট্ট মন্ত্রটির প্রভাবে

এই প্রবন্ধে আমরা কাউকে বশীকরণ করার ছোট্ট একটি মন্ত্র সম্পর্কে জেনে নেব। মন্ত্রটি খুবই সহজ এবং তেমন কোন খরচ ছাড়াই এই মন্ত্রটির কার্য সম্পন্ন করা যায়। এখানে শুধু আপনাকে ষটকর্মর বিধি নিষেধ গুলো ভালোভাবে পালন করতে হবে অন্যথায় এই মন্ত্রটি কাজ করবে না। ষটকর্ম বিধিগুলো ভালো করে জানার জন্য আমাদের ষটকর্ম প্রবন্ধটি পড়ুন। 

আরেকটি কথা আপনি যে ব্যক্তিকে বশীকরণ করতে চান বা যাকে আপনার আয়ত্তে আনতে চান অবশ্যই তার নাম আপনাকে জানতে হবে। আপনার যদি ওই ব্যক্তি নাম জানা না থাকে তাহলে আপনি তাকে বশ করতে পারবেন না। এই মন্ত্র দ্বারা আপনি নারী-পুরুষ সবাইকে বশীভূত করতে পারবেন। তবে খেয়াল রাখবেন খারাপ কাজ করার উদ্দেশ্যে কখনোই বশীকরণ মন্ত্র পড়ে করা শাস্ত্রপক্ষ নয়। 

এবার আসুন কথা না বাড়িয়ে জেনে নেই বশীকরণের এই ছোট্ট মন্ত্রটি ও এর প্রয়োগ বিধিমালা:

এর জন্য প্রথমেই আপনাকে এক থালা ভাত লাগবে অথবা আপনি ভাত খাবার সময় এই মন্ত্রটি প্রয়োক করতে পারেন। তবে অবশ্যই আপনার খাবারগুলো নিরামিষ হতে হবে। এবার যেটা করতে হবে তা হল; 

ওম্ নমোঃ কটবিকট ঘোররূপিণি স্বাহা” 

এই মন্ত্রটি বলে যাকে বশীভূত করতে চান তার নাম উচ্চারণ করে সপ্তগ্রাস অন্ন গ্রহণ করবেন। অর্থাৎ মন্ত্রটি বলার পর কাঙ্খিত ব্যক্তির নাম উচ্চারণ করে ভাত মুখে দিবেন। এভাবে সাত বার করবেন। এতে ওই ব্যক্তি ধীরে ধীরে একসময় বশীভূত হয়ে আপনার আয়ত্তে চলে আসবে।

এবার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, বাকি ভাত গুলো কি করবেন? বাকি ভাতগুলো আপনি খেয়ে ফেলবেন। আর হ্যাঁ, অবশ্যই ষটকর্ম নিয়মগুলো পালন করতে হবে আপনাকে।

Previous Next
No Comments
Add Comment
comment url